© ২০২৫ | কপিরাইট - শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়.
কারিগরী সহায়তায় - কোডনেক্সট আইটি
পাবনার প্রাণ কেন্দ্রে অবস্থিত শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয় একটি সরকারি এম.পি.ও ভুক্ত বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান, মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা বিশিষ্ট কন্ঠশিল্পী গোলাম সরোয়ার খাঁ সাধন স্মরণে স্থাপিত।
শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয় এর রয়েছে দক্ষ ও উচ্চ শিক্ষিত পর্যায়ের দায়িত্বশীল শিক্ষক মন্ডলীর একাংশ। শিক্ষক দের কাধে ভর করেই শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয় এগিয়ে চলেছে অবিরাম।
পাবনা সদর উপজেলাধীন শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়, রাজশাহী বিভাগের একমাত্র এমপিও ভুক্ত একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান (সঙ্গীত কলেজ)। ১৯৭২ সালের জুলাই মাসে প্রতিষ্ঠানটি বীরমুক্তিযোদ্ধা পাবনার উদীয়মান সঙ্গীত শিল্পী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র গোলাম সরোয়ার খাঁ সাধন এর নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়, পরবর্তীতে ১৯৯৯ সালের ডিসেম্বর মাসে মহাবিদ্যালয় টি পুনরায় চালু হয়। ২০০২ সালের মে মাসে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয়ে গৌরবের সাথে অদ্যবধি চলছে। বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সঙ্গীত শাখার পাশাপাশি মানবিক শাখা চালু রয়েছে এবং ২০১৮-১৯ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে চারতলা ভিত্তি বিশিষ্ট একতলা ভবন সম্পন্ন হয়েছে। মহাবিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পাঠ দান করা হয়। মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পাবনার কৃতি সন্তান অধ্যক্ষ আব্দুল গনি। মহাবিদ্যালয়টির অন্যতম বৈশিষ্ট্য হল এখানে বর্তমানে ১৬৮ (একশত আটষট্টি) জন শিক্ষথী সম্পূর্ণ ফ্রিতে পড়ালেখা করে। পরিবেশবান্ধব আমাদের মহাবিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক ও কর্মচারীদের সমন্বিত উদ্যোগ ও প্রয়াসেই শহীদদের স্মৃতি বিজরিত, রাজশাহী বিভাগের এমপিও ভুক্ত একমাত্র সঙ্গীত কলেজটি এই গৌরব অক্ষুন্ন থাকবে এই প্রত্যাশা।
নেজারত ডেপুটি কালেক্টর ,
জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা